-->
শিরোনাম

নতুন উদ্যমে বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছে ছায়ানট

বিনোদন ডেস্ক
নতুন উদ্যমে বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছে ছায়ানট

করোনাভাইরাস মহামারির ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে দুই বছর পর নতুন উদ্যোমে রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষকে আবাহনের প্রস্তুতি শুরু করেছে ছায়ানট। গত শনিবার ধানমণ্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানালেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

লাইসা আহমদ লিসা বলেন, ‘‘১৯৬৭ সালে রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন শুরু হওয়ার পর কেবল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়েই তাতে ছেদ পড়েছিল। করোনাকালে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং রাষ্ট্রীয় বিধান মান্য করে ছায়ানট দুই বছর বর্ষবরণের অনুষ্ঠান স্বল্প পরিসরে অনলাইনে আয়োজন করেছে।

এমনকি মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বর্ষবরণ অনুষ্ঠান সাজানোর সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি, শ্রদ্ধা জানিয়েছি কেবল অনলাইন অনুষ্ঠানের আয়োজন করে। রমজান মাসের পবিত্রতা রক্ষা করে, সবাইকে নিয়ে নব আনন্দে জেগে ওঠার আহ্বানে এবারের আয়োজনে ছায়ানট সর্বান্তঃকরণে নতুনত্ব যোগ করতে প্রয়াসী।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন, নির্বাহী সভাপতি সারওয়ার আলী, সহসভাপতি ড. আতিউর রহমান, সহসভাপতি খায়রুল আনাম শাকিল ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

মন্তব্য

Beta version