পর্বতারোহণ বিষয়ক বিশ্বখ্যাত চলচ্চিত্র নিয়ে ঢাকায় বসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল’। কানাডাভিত্তিক সংগঠন ব্যানফ সেন্টারের আয়োজনে ২৭ মে বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্যকেন্দ্রে এ উৎসবের উদ্বোধন করা হবে বলে জানা গেছে।
রাত ৮টা পর্যন্ত পর্বতারোহণ, সাইক্লিং, রক ক্লাইম্বিং, স্কিইংসহ অ্যাডভেঞ্চারবিষয়ক বিশ্বের বিভিন্ন দেশের মোট ১১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস। বাংলাদেশে এ উৎসব আয়োজনের দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ।
প্রতিবছরের মতো এবারো বাংলাদেশে এ উৎসব আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবি সংগঠন কেওক্রাডং বাংলাদেশ। ব্যানফ চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক ক্যাসি দে কলিংয়ের ‘প্রেসিয়াস লিডার ওম্যান’, পরিচালক স্টেফান আগের ও আন্দ্রেয়াস গুমপেনবার্গের ‘ইনসাইড আ হোল নিউ স্কি একপেরিয়েন্স’,
পরিচালক জাচারী বাড়, জোশ লোয়েলের ‘রিল রক ১৫: অ্যাকশন ডাইরেক্ট’সহ মোট ১১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এই ফেস্টিভ্যালে।
মন্তব্য