-->
শিরোনাম

ভারতের কনসার্টে শেষ চমক ‘শিরোনামহীন’

বিনোদন ডেস্ক
ভারতের কনসার্টে শেষ চমক ‘শিরোনামহীন’

কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৯ দিনব্যাপী মেগা কনসার্ট। এতে ভারতের বহু সংগীতশিল্পী ও ব্যান্ড পারফর্ম করছে। গত ২১ মে শুরু হয়েছে কনসার্টটি। শেষ হবে আগামী ২৯ মে।

শেষদিনের বিশেষ চমক হিসেবে থাকছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। গত দুই দশকে বাংলা ব্যান্ড মিউজিকে সবচেয়ে সাফল্য পাওয়া কয়েকটি ব্যান্ডের মধ্যে অন্যতম এটি।

লম্বা পথচলায় দেশের বাইরে অনেক কনসার্ট করেছে ব্যান্ডটি। তবে ভারতে আগে কখনো পারফর্ম করেনি ‘শিরোনামহীন’। এবার সেই অপূর্ণতা ঘুচতে চলেছে। প্রথমবার ভারতে কনসার্ট করা প্রসঙ্গে ব্যান্ডটির প্রধান জিয়াউর রহমান বলেন, ‘শিরোনামহীন প্রতিষ্ঠার পর এই প্রথম আমরা ভারতে পারফর্ম করতে যাচ্ছি।

এটা নিঃসন্দেহে আমাদের ও ভারতীয় শ্রোতা-দর্শকদের জন্য মেলবন্ধনের একটি দারুণ সুযোগ। আশা করছি দারুণ একটা শো হতে চলেছে।’ জিয়াউর রহমান আরো জানান, আগামী ২৯ মে সকালে কলকাতার উদ্দেশে ঢাকা থেকে রওনা দেবেন তারা। শো শেষে ৩১ মে ফিরে আসবেন দেশে।

গত এপ্রিলে ‘শিরোনামহীন’ ২৫ বছর পূর্ণ করেছে। তাদের সাফল্যময় এই পথচলা উদযাপনের জন্য নানান আয়োজন চলছে। আগামী সেপ্টেম্বরে একটি বিশাল কনসার্টেরও আয়োজন করছেন তারা।

এদিকে সম্প্রতি একটি বিশেষ গান প্রকাশ করেছে ‘শিরোনামহীন’। যেটার নাম ‘পারফিউম’। ব্যয়বহুল ভিডিওসহ গানটি অন্তর্জালে প্রকাশিত হয়েছে।

 

মন্তব্য

Beta version