-->
শিরোনাম

নাসিম-চাঁদনীর ‘দুজনার দুটি পথ’

বিনোদন ডেস্ক
নাসিম-চাঁদনীর ‘দুজনার দুটি পথ’

মনস্তাত্ত্বিক জটিলতা ও বিয়োগাত্মক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘দুজনার দুটি পথ’। জামাল উদ্দিন জামালের রচনায় এটি প্রযোজনা করেছেন হাসান রিয়াদ। নির্দেশনা দিয়েছেন শাহাদাৎ হোসেন নিপু। এতে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, ফারহানা মিলি, শাহদাৎ হোসেন নিপু, চাঁদনী, ইকবাল বাবু, কাজল মজুমদার, কবির টুটুল প্রমুখ।

‘হোসেন আর জামাল বিশ্ববিদ্যালয়ে পড়ে। হোসেন রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু আদর্শবান হওয়ায় কর্মজীবনে তেমন একটা সুবিধা করতে পারে না। হোসেনকে ভালোবাসে বিশ^বিদ্যালয়ের ছাত্রী শিউলি। হোসেনের ভবিষ্যৎ অনিশ্চিত জেনে শিউলিকে অনুরোধ করে জামালকে বিয়ে করার জন্য কিন্তু শিউলি তাতে রাজি হয় না।

জামাল তৃণা নামের একটি মেয়েকে বিয়ে করে শেরপুর চলে যায়। এদিকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হোসেনকে জামাল ও তার স্ত্রী তৃণা হাসপাতালে দেখতে আসে। হোসেন জামালকে শিউলির কথা জিজ্ঞেস করলে একদিন জামাল শিউলিকে নিয়ে হাসপাতালে আসে। তখন সবাই জানতে পারে হোসেনকে ভালোবেসে শিউলি এখনো বিয়ে করেনি। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

 

মন্তব্য

Beta version