-->

এক নারীর গল্প নিয়ে রাইজ অ্যান্ড শাইন

বিনোদন ডেস্ক
এক নারীর গল্প নিয়ে রাইজ অ্যান্ড শাইন

জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটক এক নারীর গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক রাইজ অ্যান্ড শাইন। এই নারী আমাদের অচেনা নন, আশপাশেই তার বা তাদের বাস। এ যেন আমাদের সবার গল্প। সব নারীর, মায়ের, কর্মজীবী নারীর জীবনগাথা। মঞ্চে হয়তো শুধুই একজন অভিনেত্রীকে দেখা যাবে, কিন্তু আপনার চেনা যেকোনো নারীর সঙ্গে মিলিয়ে নিতে পারবেন তার জীবন।

প্রতিদিন সকালে রাস্তায় দলে দলে যে নারীদের আমরা রাস্তা পার হতে বা ফুটওভার ব্রিজে উঠতে ও নামতে দেখি, তেমনই এক নারীর সকাল থেকে শুরু হওয়া জীবনাচার, তার রোজনামচা, সংসারের ‘ঘ্যান-চক্কর’ চুপচাপ সয়ে যাওয়া জীবন, মাল্টিন্যাশনাল ক্রেতার জন্য তৈরি পোশাকের কারখানায় ওভারটাইম, ‘ভাদাইম্যা’ স্বামীর বদমেজাজ এবং এক দিন সব ছেড়ে জ্বলে ওঠার চেষ্টার নাম রাইজ অ্যান্ড শাইন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- কাজী রোকসানা রুমা ও তৌফিক হাসান ভুঁইয়া, হাফিজা আক্তার ঝুমা ও শাহনেওয়াজ ইফতি। আবদুস সেলিমের রূপান্তরে এটি নির্দেশনা দিয়েছেন ম. সাঈদ। এটি বটতলা নাট্যদলের সর্বশেষ প্রযোজনা। বর্তমানে নাটকটি প্রতি শনিবার মহিলা সমিতি মিলনায়তনে প্রদর্শিত হচ্ছে।

মন্তব্য

Beta version