-->
শিরোনাম

প্যারিস মাতাবে ‘শিরোনামহীন’

বিনোদন ডেস্ক
প্যারিস মাতাবে ‘শিরোনামহীন’

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদলের একটি ‘শিরোনামহীন’। দীর্ঘ ২৫ বছরের পথচলায় ব্যান্ডটি বহু নন্দিত গান উপহার দিয়েছে। দেশের পাশাপাশি বিদেশেও বহু কনসার্ট করেছে ব্যান্ডটি। এবার ‘শিরোনামহীন’ যাচ্ছে ফ্রান্সের বিখ্যাত শহর প্যারিসে। আসছে ২৬ জুন সেখানকার ‘স্তা’ স্টেডিয়ামে উন্মুক্ত কনসার্টে গাইবেন শেখ ইশতিয়াক, জিয়াউর রহমানরা। একটি ভিডিওবার্তার মাধ্যমে ব্যান্ডটি এই খবর জানিয়েছে।

এবারই প্রথম নয়, এর আগেও প্যারিসে কনসার্ট করেছে ‘শিরোনামহীন’। তিন মাস আগেই তারা প্যারিস ট্যুর করেছে। তখন তারা অডিটোরিয়ামে গান গেয়েছে। তবে এবারের আয়োজন হতে যাচ্ছে ‘ওপেন এয়ার কনসার্ট’ অর্থাৎ স্টেডিয়ামের উন্মুক্ত মাঠে।

‘ফ্রাঙ্কো-বাংলা ফ্রেন্ডশিপ’ শিরোনামের এই কনসার্টের আয়োজন করছে আফিওরা। বাংলাদেশ ও ফ্রান্সের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করতে এবং ভবিষ্যতে সেটি আরো সুদৃঢ় করার প্রত্যয়ে কনসার্টের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজনের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ দূতাবাস, প্যারিস।

ইভেন্ট প্রতিষ্ঠান ‘আফিওরা’ প্রত্যাশা করছে, প্যারিসের বুকে এক টুকরো বাংলাদেশ খুঁজে পাবে দর্শক-শ্রোতারা। আয়োজক রাব্বানী খান জানান, ইভেন্টের প্রায় দেড় মাস আগে এই কনসার্ট ভেন্যুর ধারণক্ষমতার সম্পূর্ণ টিকিট প্রি বুকড হয়ে যায়।

‘শিরোনামহীন’ ব্যান্ডের প্রধান জিয়াউর রহমান জানান, এই কনসার্টে অংশ নিতে তারা আগামী ২৪ জুন দেশ ত্যাগ করবেন। কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন। সেটা সেরে এত্রিতাত, জিয়োল্ড, আমস্টারডাম ও প্রাগ শহরগুলোতেও গান শোনাবেন তারা। এরপর আগামী ১০ আগস্ট দেশে ফিরবেন তারা।

মন্তব্য

Beta version