-->
শিরোনাম

প্রথম জাতীয় ক্যালিগ্রাফি প্রদর্শনী শুরু

বিনোদন ডেস্ক
প্রথম জাতীয় ক্যালিগ্রাফি প্রদর্শনী শুরু

জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ চারুশিল্পী পরিষদের উদ্যোগে প্রথম জাতীয় ক্যালিগ্রাফি প্রদর্শনী শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রফেসর ড. আবুল হাসান এম সাদেক। গত শনিবার বিকেল ৪টায় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসান এম সাদেক।

চারুশিল্পী পরিষদের সভাপতি চিত্রশিল্পী ইব্রাহীম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পী আহসান হাবীব খান ও নাজমা আখতারের যৌথ উপস্থাপনায় কোরআন তেলাওয়াত করেন মাওলানা মহিবুল্লাহ গালিব। প্রধান অথিতির বক্তব্যে ড. আবুল হাসান বলেন, একটি মানবশিশু প্রকৃত মানুষ হিসেবে এমনই এমনই গড়ে ওঠে না। তার জন্য প্রয়োজন শিক্ষা ও প্রশিক্ষণ।

শিক্ষার সঙ্গে শিল্পের যোগ মানুষকে সুসভ্য করে। তাই শিক্ষা, সংস্কৃতি ও শিল্পের বিকাশ ছাড়া মানবসমাজের বিকাশ সম্ভব নয়। যিনি যা ধারণ করেন, তাই তার ধর্ম। এ সময় তিনি আরো বলেন, নিঃসন্দেহে ইসলাম আধুনিক ও প্রগতিশীল ধর্ম। ইসলামের সঙ্গে শিল্প-সংস্কৃতি ও সভ্যতার নিবিড় সম্পর্ক অস্বীকার করার অর্থ এই শান্তির ধর্মকেই অস্বীকার করা।

আজ যে জাতীয় ক্যালিগ্রাফি প্রদর্শনীর উদ্বোধন করা হলো তার মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম ইসলামের সৌন্দর্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে, আমার বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় জাদুঘরের সাবেক পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. নাজমা খান মজলিস,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক প্রফেসর ড. মিজানুর রহমান ফকির, দেশীয় সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক আ জ ম ওবায়েদুল্লাহ, দেশীয় সমন্বয়ক শিল্পী মোস্তফা মনোয়ার, বাংলাদেশ সংগীতকেন্দ্রের সভাপতি শিল্পী তোফাজ্জল হোসাইন খান, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি শরীফ বায়জীদ মাহমুদ, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহ-সভাপতি জাকিউল হক জাকি, প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারকে বাংলাদেশ চারুশিল্পী পরিষদের পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হয়। প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। চারুশিল্পী পরিষদের এই ক্যালিগ্রাফি প্রদর্শনী নিশ্চয় একটি শক্তিশালী ক্যালিগ্রাফি আন্দোলনে রূপ দেবে।

পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী ড. আব্দুস সাত্তার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আমাকে যেভাবে সম্মানিত করল সে অনুভূতি প্রকাশের ভাষা আমার নাই। আমার কাঁধে আরো বেশি দায়িত্ব চেপে বসল। বাংলাদেশ চারুশিল্পী পরিষদের এই উদ্যোগ ও আয়োজনের সফলতা কামনা করছি।

মন্তব্য

Beta version