সম্প্রতি নানা কারণে আলোচনায় মৌসুমী ও ওমর সানী দম্পতি। ছেদ ঘটেছিল তাদের সুখের সংসারেও। তবে সবকিছু উড়িয়ে দিয়ে আবারো তারা একসঙ্গে আছেন বলে জানিয়েছিলেন ওমর সানী। আর এবার তো মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন নিয়ে কাজে নেমে পড়লেন সানী। জানা গেল, সিলেট বিভাগে বন্যাদুর্গতের পাশে দাঁড়াচ্ছে ফাউন্ডেশনটি।
সদস্যদের নিয়ে ফেসবুকে একটি ছবিও পোস্ট করা হয়েছে। যেখানে মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন লেখা টি-শার্ট পরা সানী। ফাউন্ডেশনটি জানায়, প্রিয়দর্শিনী মৌসুমীর অনুমতিক্রমে তারা বর্তমানে চলমান সিলেট বিভাগ এবং অন্যান্য জায়গার বন্যা পরিস্থিতি নিয়ে একটি তহবিল গঠন করেছে। এখান থেকে প্রাপ্ত অর্থ মৌসুমীর তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যয় করা হবে।
এদিকে, গত বৃহস্পতিবার (২৩ জুন) মৌসুমী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি। যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’
সিলেটের বানভাসিদের নিয়ে তিনি আরো লেখেন, ‘সিলেটবাসীর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। হয়তো সুযোগ হলে যাব, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।’ মৌসুমীর এই ইচ্ছেটা এবার বাস্তবে রূপ নিচ্ছে। তার সেবামূলক সংগঠন ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হলো।
মন্তব্য