ঢাকা: বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে, তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন একের পর এক ছবিতে। মূল ধারার ছবি কিংবা সমান্তরাল- উভয়তেই অভিনয় করতে দক্ষ এই অভিনেত্রী। বুড়িয়ে যাওয়া জ্যাকি শ্রফ থেকে হালের ঈশান খট্টরের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে সাবলীল তাবাসসুম ফাতিমা হাশমি ওরফে টাবু।
বয়স তার কাছে নেহায়েতই সংখ্যা মাত্র। গত নভেম্বরেই পা দিয়েছেন ৫১-তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে টাবুকে প্রশ্ন করা হয়- এই বয়সেও চেহারায় বয়সের ছাপ লুকিয়ে রাখতে কী করেন তিনি? প্রশ্ন শুনেই হেসে ওঠেন বলিউডের শক্তিমান এই অভিনেত্রী। বললেন, ‘বয়স ঠেকিয়ে রাখতে ত্বক পরিচর্যার জন্য কোনো বিশেষ রুটিন নেই আমার! তবে আমি জানি, বড় পর্দায় আমাকে সুন্দর না দেখালেই নয়। তাই যতটুকু প্রয়োজন, ততটুকু করি।’
ঘরোয়া কোনো টোটকা কি পছন্দ অভিনেত্রীর? টাবু বলেন, ‘সত্যিই আমার কোনো গোপন রূপচর্চা নেই। এক দিন রূপটানশিল্পী মিতালি জিজ্ঞাসা করেছিলেন, আমি ঘরোয়া কোনো উপায়ে রূপচর্চা করছি কি না? তাকে জানাই যে, মাঝেমাঝে কফি বা কোনো বিশেষ পাতা ব্যবহার করি। তিনি বলেন, ম্যাম ওইসব ব্যবহার করবেন না! মিতালি আমাকে তখন ৫০ হাজার টাকা দামের একটি ক্রিম কিনতে বলেন। ওর কথা শুনে কিনেও নিয়েছিলাম। তবে ওই একবার। ব্যস! আর কোনো দিন কিনব না!’
তবে কি সেই ক্রিমেই টাবুর এমন উজ্জ্বল মসৃণ ত্বকের রহস্য? আগামী নভেম্বরেই বায়ান্নতে পা দিতে যাওয়া এই অভিনেত্রী বলেন, ‘আমি সচেতনভাবে ত্বকের জন্য কিছুই করি না। তবে ত্বকের ক্ষতি হওয়ার মতো কোনো কাজও করি না। সব অভিনেতা-অভিনেত্রীকেই ওইটুকু মাথায় রাখতেই হয়। তাই নিজেকে সুস্থ ও ফিট রাখার যথাসাধ্য চেষ্ট করি।’
সূত্র : আনন্দবাজার অনলাইন
মন্তব্য