বগুড়ার অভিনেতা শাহাদৎ হোসেন পর্তুগালে বিদেশি ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মান অর্জন করেছেন।
পর্তো অ্যাক্টরস ফাউন্ডেশন অব পর্তুগাল (পিএএফপি) ২০২২ সালের সেরা অভিনেতা হিসেবে বগুড়ার শাহাদৎ হোসেনকে নির্বাচিত করে। এ সংগঠন বিশ্বের বিভিন্ন দেশের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে উৎসাহ ও উন্নয়নমূলক কার্যক্রম করে থাকে।
সংগঠনটি প্রতিবছর পর্তুগালের অভিনেতাদের মধ্যে একজন ও বিদেশি ক্যাটাগরিতে একজন করে সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত করে থাকে। এরই ধারাবাহিকতায় বগুড়ার শাহাদৎ হোসেন এ বছর ম্যাথড অ্যাক্টর হিসেবে এ সম্মাননা অর্জন করলেন।
পিএএফপি সংস্থাটি শাহাদৎ হোসেনের অভিনয় জীবনের ওপর একরকম জরিপ চালিয়ে এই সম্মাননায় ভূষিত করে। এ ছাড়া বিশ্বের চারটি দেশ থেকে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন এই গুণী অভিনেতা।
এর আগে শাহাদৎ হোসেন বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে নাটক, চলচ্চিত্রে অভিনয়, মঞ্চ নাটকসহ শর্ট ফিল্মে অভিনয়ের জন্য একধিকবার সম্মানিত হয়েছে। সবার উৎসাহ ও সহযোগিতা পেলে দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে উজ্জ্বল করবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।
ভোরের আকাশ/নি
মন্তব্য