-->

৩ দেশে নিষিদ্ধ টাইগার ৩

বিনোদন ডেস্ক
৩ দেশে নিষিদ্ধ টাইগার ৩

সালমান অভিনীত প্রায় সব মুভি মূলত ঈদেই মুক্তি পেতে দেখা যায় । কিন্ত "টাইগার ৩" তার ব্যতিক্রম হয়েছে। আগামী ১২ নভেম্বর ভারতের সবচেয়ে বড় উৎসব দীপাবলিতে মুক্তি পেতে যাচ্ছে মনীশ শর্মা পরিচালিত "টাইগার ৩"

 

যেখানে সালমানের বিপরীতে অ্যাকশন চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে, থাকছেন ইমরান হাসমীও। আরও চমকের বিষয় অতিথি চরিত্রে দেখা যাবে কিং খানকে। শুধু তাই নয়; অ্যাকশন দৃশ্যে শাহরুকের সাথে দেখা যাবে ঋত্বিক রোশানকেও । জানা গেছে- তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক প্রায় ৩৫ কোটি রুপি ব্যায় করেছেন।

 

আরো পড়ুন: মুক্তির আগেই ‘টাইগার-৩’র ঝুলিতে ৮ কোটি রুপি, প্রথম শো নিয়ে নেই কেন সালমানের আগ্রহ

 

এতকিছুর পর সিনেমা মুক্তির আগে গুঞ্জন উঠেছে এই সিনেমাকে ঘিরে। মধ্যপ্রাচ্যে ৩ টি দেশে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে টাইগার ৩। দেশ গুলো হলো কাতার, উমান ও কুয়েত । এই ৩ দেশের সিনেমা প্রেমিগণ উপভোগ করতে পারবে না "টাইগার ৩"

 

ইন্ডিয়া টিভি জানায়, মুসলিম দেশ তাদের নীতি ও চরিত্রের নেতিবাচক দিক ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। যদিও এই নিষিদ্ধ হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষনা আসেনি।

 

ভোরের আকাশ/

মন্তব্য

Beta version