চিত্রনায়িকা বুবলী এখন এফডিসিতে জুয়েল জাহিদ পরিচালিত পিনিক নামের একটি ছবির শুটিং করছেন। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন নায়ক আদর আজাদ। এর আগে তিনি কক্সবাজার ও রামু এলাকায় এ ছবির এক লটের কাজ করেছেন। পিনিক টিম দ্রুত কাজ করছে। ছবিটি মুক্তির জন্য ঈদকে লক্ষ্য করা হয়েছে। অন্যদিকে ঈদকে লক্ষ্য করে নির্মিত হচ্ছে পরিচালক রায়হান রাফির বরবাদ ছবিটিও। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এর আগে এই অভিনেতার দরদ ছবিটি মুক্তি পেয়েছে। কিন্তু ছবিটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছে।
বলা হয়ে থাকে, শাকিব খান ঈদেরই তারকা। কারণ ঈদ ছাড়া তার কোনো ছবি বাণিজ্যিকভাবে সফল হয় না। দরদ ছবি নিয়ে অনেকে বলছেন, অনন্য মামুন দরদ ছবির ক্ষেত্রে বাণিজ্যিক সাফল্য পেতে ব্যর্থ হয়েছেন। শাকিব আসলেই ঈদের তারকা। লক্ষ্য করার বিষয় হলো, শাকিব খানের সঙ্গে বসগিরি নামে একটি ছবি দিয়েই বুবলীর চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছে। এর আগে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠিকা ও উপস্থাপিকা হিসেবে কাজ করতেন। সেখান থেকেই গ্ল্যামার জগতে তার যাত্রা শুরু।
কিন্তু ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ছবিতে অভিনয় করে সফল হলেও, শাকিব খানকে বাদ দিয়ে কোনো ছবিতে সত্যিকার অর্থেই সফল হতে পারেননি। নীরব, আদর আজাদ বা অন্য কোনো নায়কের সঙ্গেই পর্দায় মানানসই হচ্ছেন না তিনি।
লিডার: আমিই বাংলাদেশ, ক্যাসিনো, প্রহেলিকা, মায়া: ভালোবাসা, দেয়ালের দেশসহ আগ-পিছের আরো কিছু ছবিতে তিনি প্রযোজকের বিনিয়োগ তুলে দিতে পারেননি। ২০২৪ সালে মুক্তি পাওয়া মায়া ও দেয়ালের দেশ ছবির জন্য তার অভিনয় প্রশংসিত হলেও, অর্থনৈতিকভাবে প্রযোজক খুশি হতে পারেননি।
বর্তমানে তার নির্মাণাধীন ছবিগুলো হলো ফ্ল্যাশব্যাক, চাদর এবং পুলসিরাত। তার সঙ্গে যুক্ত হয়েছে পিনিক। প্রশ্ন হলো, বুবলীও শাকিব খানের মতো নিজেকে বদলে নেওয়ার চেষ্টা করছেন। পিনিক ছবিতে তিনি নতুন একটি লুক নিয়েছেন। সেই লুকের ছবি কাউকে তুলতে দিচ্ছেন না।
বুবলী বলেন, “পিনিক ঈদের ছবি। বড় আয়োজনে এর শুটিং হচ্ছে। তাই এখনই লুক রিভিল করতে চাই না। এখানে একেবারেই অন্য এক বুবলীকে আবিষ্কার করতে পারবেন দর্শক, এতটুকু কথা দিচ্ছি। আমি ছবিটির গল্প, নির্মাণসহ সবকিছু নিয়ে অনেক আশাবাদী।”
এদিকে বুবলী ও আদর আজাদ ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, আলী রাজ, আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, মোমেনা চৌধুরী, শিমুল খান, মাসুম বাশার, সেতু, শরীফ সিরাজ, সীমান্ত, মিতুল, নাফিস আহমেদসহ অনেকে।
প্রসঙ্গত, বুবলী এখন ছবির গল্প, তার চরিত্র এবং তার বিপরীতে নায়ক কে থাকবেন—ইত্যাদি বিষয়গুলো বাছাই করতে শুরু করেছেন। এই তথ্য পিনিক ছবির ইউনিট সূত্রেই জানা গেছে। চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ইতোমধ্যে তিনি বেশ কয়েকজন নির্মাতাকে ফিরিয়েও দিয়েছেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য