প্রযোজক ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বিভিন্ন চরিত্রে নিখুঁত অভিনয় করে দর্শকের মন কেড়েছেন তিনি। সম্প্রতি, তিনি তার ভোল পাল্টে ফেলেছেন। আওয়ামী লীগের ‘দুঃশাসন’ নিয়ে সিনেমা বানিয়ে তিনি নাকি হুমকি পাচ্ছেন। অথচ বেগম মুজিব চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে ধন্য মনে করতেন।
গত বুধবার ‘৮৪০’ ছবির সংবাদ সম্মেলনে তিশার এই বহুরূপ ধরা পড়ে। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে হুমকি পেয়েছিলেন। সেই সঙ্গে তার ফোন নম্বরটাও ছড়িয়ে দেওয়া হয়েছিল।’ তবে তিনি কি হুমকি পেয়েছেন, কারা হুমকি দিয়েছেন তাকে, কেন হুমকি দিয়েছেন; বিষয়টি তিনি থানা-পুলিশকে জানিয়েছেন কি না- এসব বিষয়গুলো পাশ কাটিয়ে গেছেন তিনি।
প্রযোজক হিসেবে তিশা যাকে আওয়ামী দুঃশাসন বলছেন, সেই দুঃশাসনের সময়টাকে পারফর্মার হিসেবে তিনি কিভাবে বর্ণনা বরেছেন সে বিষয়টিও লক্ষ্য করার মতো। শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবিতে তিনি শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রটিতে অভিনয়ের জন্য তিনি মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন। এ বিষয়ে তিশা পূর্বাহ্নে গণমাধ্যমকে বলেছেন, ‘এক টাকাও নিতাম না। চুক্তিতে লিখতে হবে, তাই নিয়েছি। আমি শুধু ভালোবাসার জায়গা থেকে সিনেমাটা করতে চেয়েছি। এখন মনে হয়েছে, যে ভালোবাসার কথা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি পাচ্ছি। এর চেয়ে বড় সম্মানী কী হতে পারে?’
তিশা জানান, সিনেমাটি মুক্তির পর এমন সব প্রতিক্রিয়া পাচ্ছেন, যা তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, ‘যারা ছবিটি দেখছেন, অনেকে এভাবে বলছেন, ‘আমরা তো বেগম মুজিবকে কাছ থেকে দেখিনি, শুধু কথা শুনেছি। কিন্তু আপনাকে দেখে মনে হয়েছে, আপনিই সেই বেগম মুজিব। আমাদের মনে হয়, বেগম মুজিব বুঝি পর্দার আপনার মতোই ছিলেন। আমরা তাই অনুভব করতে পেরেছি।’
তার স্বামী মোস্তফা সারওয়ার ফারুকী উপদেষ্টা হওয়ার পর স্ত্রী তিশার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় ও সমালোচনা প্রসঙ্গে বলেন, কোনো ধরনের উসকানিমূলক কোনো প্রশ্নের উত্তর আমি দিবো না। আপনারা আমাকে যেকোনো প্রশ্ন করলে আমি জবাব দিবো। কিন্তু যে প্রশ্ন উসকানি তৈরি করে এমন প্রশ্ন করবেন না।
নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত ৮৪০ ছবিটি গত বছরের ১৩ ডিসেম্বর রিলিজের জন্য নির্ধারিত দুটি ছবির মধ্যেই অনির্ধারিতভাবে মুক্তি দেওয়া হয়। এই নিয়ে চলচ্চিত্রশিল্পে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যা এখনো বিদ্যমান। কিন্তু ছবিটি এখন ৮ পর্বেও বর্ধিত সিরিজ হিসেবে ৩ জানুয়ারি থেকে তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখানো হবে। চ্যানেলগুলো হলো চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভি। পর্বগুলোর সম্প্রচার শেষ হবে ১০ জানুয়ারি। ৮৪০ সিনেমা তথা সিরিজটির সহ-প্রযোজক চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
ভোরের আকাশ/রন
মন্তব্য