-->
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী

১২ বছরের বেশি সবাই পাবে টিকা, ৪০ হলেই বুস্টার ডোজ

নিজস্ব প্রতিবেদক
১২ বছরের বেশি সবাই পাবে টিকা, ৪০ হলেই বুস্টার ডোজ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি- বাসস
দেশের ১২ বছরের বেশি বয়সী সবাইকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
 
রোববার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১২ বছরের বেশি বয়সীরা অন্যদের মতো নিবন্ধন করবে। নিবন্ধন না করলেও জন্মনিবন্ধন কার্ড নিয়ে কেন্দ্রে গেলে টিকা নিতে পারবে। আমরা এখন ১২ বছর বয়স থেকে শিক্ষার্থীদের টিকা দিচ্ছি। এখন এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।’
 
তিনি বলেন, ‘এখন থেকে ৪০ বছরের বেশি বয়সী নাগরিকদেরও করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। এটা আজই উন্মুক্ত করে দেওয়া হলো।’
 
জাহিদ মালেক বলেন, ‘আমরা ষাটোর্ধ নাগরিকদের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছি। পরে ৫০ বছরে কমিয়ে আনার পরও দেখা গেছে খুব বেশি মানুষকে বুস্টার ডোজের আওতায় আনা যাচ্ছে না। এ কারণে বয়সসীমা আরো কমিয়ে এনেছি। আমাদের হাতে বুস্টার ডোজ দেওয়ার মতো পর্যাপ্ত টিকা আছে।’

মন্তব্য

Beta version