-->
শিরোনাম

করোনায় আরো ৩১ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
করোনায় আরো ৩১ মৃত্যু
প্রতীকী ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা অপরিবর্তিত থাকলেও শনাক্ত রোগীর সংখ্যা ও শনাক্তের হার সামান্য কমেছে।

করোনায় আক্রান্ত আরো ৩১ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জনের শরীরে।

সব মিলে দেশে গত সাত দিনে করোনা রোগী বেড়েছে প্রায় এক লাখ। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ছাড়াল।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ২৮ হাজার ৪২৫ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৭২১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয় ৪৫ হাজার ৩১টি এবং নমুনা পরীক্ষা হয় ৪৫ হাজার ৯৩টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭৭৫টি।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৪ লাখ ৯৯ হাজার ৯২৮টি। বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ লাখ ২৩ হাজার ৮৪৭টি।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং ১৬ জন নারী। তাদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে পাঁচজন ও ১০০ বছরের বেশি বয়সী একজন রয়েছেন।

বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে বলা হয়েছে, ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১৯ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের একজন, সিলেট বিভাগের দুইজন এবং রংপুর বিভাগের একজন।

৩১ জনের মধ্যে ২৫ জন সরকারি হাসপাতালে এবং ছয়জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

মন্তব্য

Beta version