করোনায় ২১ সপ্তাহে সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
করোনায় ২১ সপ্তাহে সর্বোচ্চ মৃত্যু
প্রতীকী ছবি

করোনায় দৈনিক নতুন শনাক্ত ও শনাক্তের হার হ্রাস পেলেও মৃতের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৩ জন, যা গত ২১ সপ্তাহে সর্বোচ্চ মৃত্যু। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জনের দেহে।

মঙ্গলবার (ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিট প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ৬৭০ জন এবং মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৮০০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭১টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪১ হাজার ৮৭৯টি এবং নমুনা পরীক্ষা করা হয় ৪১ হাজার ৬৯৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৮ লাখ ১২ হাজার ৫৭৮টি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ২৬ জন পুরুষ এবং ১৭ জন নারী। মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ১ থেকে ১০ বছর বয়সী একজন, ২১ থেকে ৩০ বছর বয়সী তিনজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী চারজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী আটজন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১০ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ১১ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী পাঁচজন, ৯১ থেকে ১০০ বছর বয়সী একজন রয়েছেন।

বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের ১৩ জন, রংপুর বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ৩৫ জন সরকারি হাসপাতালে এবং সাতজন বেসরকারি হাসপাতালে ও একজন বাসায় চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগের ৪৩.৮৪ শতাংশ, চট্টগ্রাম বিভাগের ২০.২০ শতাংশ, রাজশাহী বিভাগের ৭.৩৪ শতাংশ, খুলনা বিভাগের ১২.৮৪ শতাংশ, বরিশাল বিভাগের ৩.৩৬ শতাংশ, সিলেট বিভাগের ৪.৫৪ শতাংশ, রংপুর বিভাগের ৪.৮৪ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগের ৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১৩,৯২৯টি কোভিড শয্যার মধ্যে খালি ছিল ১১,৬৪৫টি। আর ১২৭৪টি কোভিড আইসিইউ শয্যার মধ্যে খালি ছিল ৯৩০টি।

মন্তব্য