-->

দোকান মালিক শ্রমিকদের টিকা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক
দোকান মালিক শ্রমিকদের টিকা দেওয়া শুরু
সিনোভ্যাক্স টিকা

রাজধানী ঢাকার দোকান মালিক ও কর্মচারীদের করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) এ কর্মসূচির উদ্বোধন হয়। প্রথম দিনের কর্মসূচিতে উত্তরা জোনের দোকান মালিক ও কর্মচারীদের দেওয়া হয় সিনোভ্যাকের প্রথম ডোজের টিকা। উত্তরার ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডসক্লাব মাঠে সকাল ১০টায় টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান।

রেড ক্রিসেন্ট সোসাইটির মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর ফারজানা জেরিন শ্রাবন্ত এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, টিকাদান কার্যক্রমের পরিধি বাড়াতে, সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় রাজধানীর দোকান মালিক ও কর্মচারীদের করোনার টিকা প্রদানে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজধানীর বিভিন্ন মার্কেটগুলোকে ১০টি জোনে ভাগ করে পর্যায়ক্রমে সকল দোকান মালিক ও কর্মচারীদের এই কর্মসূচির আওতায় করোনার টিকা দেওয়া হবে। এই টিকা কার্যক্রমেও সহযোগিতা করছেন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা।

ফারজানা জেরিন শ্রাবন্ত বলেন, করোনার বিস্তার ঠেকাতে সরকারের টিকাদান কর্মসূচিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছে।

মন্তব্য

Beta version