শ্যাডো হেলথ মিনিস্ট্রির আদলে বাংলাদেশে একটি ‘শ্যাডো হেলথ সিস্টেমস বিডি’ গঠনের উদ্যোগ নিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিজ (এফডিএসআর)।
সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘শ্যাডো হেলথ সিস্টেমস বিডি’ গঠনে ন্যাশনাল হেলথ এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে। দেশের স্বাস্থ্যখাতের সামগ্রিক উন্নয়নে নীতিনির্ধারণ ও দিকনির্দেশনা দিতে সহায়ক ভূমিকা রাখতে পারবেন এমন বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় পর্যায়ের এই কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে এফডিএসআরের চেয়ারম্যান ও মহাসচিব দায়িত্ব পালন করবেন। পাশাপাশি এফডিএসআরের উপদেষ্টা ডা. আব্দুন নূর তুষার এই কমিটির অন্যতম মুখপাত্র হিসেবে কাজ করবেন।
ন্যাশনাল হেলথ এক্সপার্ট কমিটির সদস্যরা হলেন- ডা. এ এম জাকির হোসেন, ডা. সৈয়দ আতিকুল হক, ডা. রিদওয়ানুর রহমান, ডা. এ কে আজাদ, ডা. শামীমুল মওলা, ডা. রাশিদা বেগম, ডা. বেনজির আহমেদ, ডা. সর্দার নাঈম, ডা. তারিক হোসেন, ডা. ফরহাদ আলী খান, ডা. তাসবিরুল ইসলাম, ডা. নওজিয়া ইয়াসমিন শিপ্রা, ডা. আরিফ মাহমুদ, ডা. রুমানা দৌলা এবং ডা. আশীষ চক্রবর্তী।
কমিটির মূল উদ্দেশ্য হবে বাংলাদেশে একটা যুগোপযোগী, বিজ্ঞানমনস্ক এবং গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া এবং এর স্বপক্ষে জনমত গড়ে তোলা।
মন্তব্য