গণটিকা কর্মসূচি চলবে আরো দুদিন

নিজস্ব প্রতিবেদক
গণটিকা কর্মসূচি চলবে আরো দুদিন

করোনা মহামারি রোধে দেশব্যাপী এক কোটি ডোজ টিকাদানের কর্মসূচি আরো দু’দিন বাড়ানো হয়েছে। এ কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমে এ তথ্য জানান।

ডা. ফ্লোরা জানান, মানুষের বিপুল আগ্রহের কারণে গণটিকার মেয়াদ আরো দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিন সকালে টিকাকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। টিকা নেওয়ার জন্য সকাল ৭টা থেকেই কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়ায় আগ্রহী নারী-পুরুষরা। তবে যেসব কেন্দ্রে নিয়মিত করোনার টিকা দেওয়া হচ্ছে সেগুলোর বাইরে করা নতুন টিকাকেন্দ্রগুলোতে অব্যবস্থাপনা ও দুর্ভোগের অভিযোগ করেছেন সাধারণ মানুষ।

 

মন্তব্য