দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭৯৯ জন। নতুন করোনা রোগী এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার কমেছে।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়,আগের দিনের তুলনায় ২৪ ঘণ্টায় নতুন রোগী ও রোগী শনাক্তের হার কমেছে। আগের দিন ৮৯৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৪ জনের।
২৪ ঘণ্টায় সারাদেশে ২৩ হাজার ৮১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৫। আগের দিন এ হার ছিল ৩ দশমিক ৬৫। এ নিয়ে ৪ দিন ধরে শনাক্তের হার ৫ এর নিচে থাকল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারণ করা মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে রোগী শনাক্তের হার টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে ৫ শতাংশের নিচে থাকলে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। রাজশাহীতে দু'জনের মৃত্যু হয়েছে এবং ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা যান। বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়নি।
দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৫ জনের।
মন্তব্য