-->
শিরোনাম

আরও ১০ লাখ ডোজ টিকা উপহার ব্রিটেনের

কূটনৈতিক প্রতিবেদক
আরও ১০ লাখ ডোজ টিকা উপহার ব্রিটেনের
অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’

বাংলাদেশকে আরও ১০ লাখের বেশি ডোজের টিকা উপহার দিয়েছে ব্রিটেন। এর মধ্য দিয়ে দেশটির উপহার দেওয়া টিকার পরিমাণ৫০ লাখ ডোজ ছাড়াল। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি সর্বশেষ চালানটি গত ২৩ ফেব্রুয়ারি ঢাকায় এসে পৌঁছেছে।

বুধবার (২ মার্চ) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়, এখন পর্যন্ত বাংলাদেশকে ৫০ লাখেরও বেশি ডোজ টিকা সরবারহ করেছে ব্রিটেন। যা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে আরো বেশি শক্তিশালী করেছে।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘ব্রিটেনের তরফ থেকে বাংলাদেশকে এক মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার দেওয়ার সর্বশেষ এ উদ্যোগকে স্বাগত জানাই। বাংলাদেশের প্রতি ব্রিটেনের এই সমর্থন মহামারি মোকাবিলা কার্যক্রমকে আরো জোরদার করবে।’

মন্তব্য

Beta version