দেশে প্রথমবারের মতো কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করেছে ইউনাইটেড হাসপাতাল। যাদের হার্ট সম্পূর্ণ নষ্ট হয় তাদের জন্য এই চিকিৎসা। যুক্তরাষ্ট্রের তৈরি একটি যন্ত্র যা হার্টের নিচে বসানো হয়। সফল অস্ত্রোপচার হলে এই যন্ত্র হার্টকে পাম্প করতে সহায়তা করে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে কৃত্রিম হার্ট প্রতিস্থাপনের সফলতা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনে এই অস্ত্রোপচার দলের প্রধান ডা, জাহাঙ্গীর কবির জানান, এটি একটি চার্জেবল ডিভাইস। হৃদযন্ত্রে বসানো হলে, যদি চার্জ শেষ হয় তবে অটোসিগনাল পাওয়া যায়। যন্ত্রটি বসানোর ফলে হার্টের লাল রক্তকনিকা সচল হয়। স্বাভাবিক কাজ করে হার্ট। ফলে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে। যন্ত্রটির দাম ১ কোটি টাকা। এছাড়া অপারেশনের খরচ যুক্ত হবে।
তিনি আরো জানান, সফল অস্ত্রোপচার হলে রোগী দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারে। এছাড়া এমন চিকিৎসার জন্য সরকারের সব ধরনের সহযোগিতা কামনা করেন তারা। ৪২ বছর বয়সি এক নারীর দেহে কৃত্রিম হার্ট প্রতিস্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বপ্নপূরণ হয়েছে।
মন্তব্য