মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত
করোনা ভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো আট জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫২৯ জনের। সংক্রমণের হার নেমেছে ২ দশমিক ৬৩ শতাংশ। সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪০ জন।

রোববার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের দিন ১৩ জনের মৃত্যু হয়। শনাক্ত হয় ৩৬৮ জনের। সংক্রমণের হার ছিল ২ দশমিক ১১ শতাংশ। আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত ও শনাক্তের হার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮টা থেকে তার আগের ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৩২টি নমুনা পরীক্ষায় ৫২৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২ দশমিক ৬৩

শতাংশ। মৃত আট জনের মধ্যে মধ্যে ছয় জন পুরুষ ও দুইজন নারী।

মৃতদের চারজন ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম ও খুলনায় দুই জন করে মারা গেছে। এদের একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, একজনের ৪১ থেকে ৫০ বছর, একজনের ৫১ থেকে ৬০ বছর, তিনজনের ৬১ থেকে ৭০ বছর এবং দুইজনের ৭১ থেকে ৮০ বছরের মধ্যে।

দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৫ জনের।

মন্তব্য