ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি অবিসাংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার তর্জনী বজ্রকণ্ঠের হুংকার, একটি দেশের স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ছিল মুক্তিযুদ্ধের চূড়ান্ত দিকনির্দেশনা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেক। আলোচনা সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।
এ ছাড়া প্রেসক্লাবে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান, মশিউর রহমান, শফিউল আলম ভূঁইয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন পর্যায়ের কমিটির সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য