দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ মার্চ ) স্বাস্থ্য অধিদপ্তর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮ টা থেকে তার আগের ২৪ ঘন্টায় ১২ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষায় ২৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের দু’জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ২ জন ঢাকার ও ১ জন রাজশাহী বিভাগের।
মৃতদের একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, একজনের ৬১ থেকে ৭০ বছর এবং একজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে।
মন্তব্য