দেশে করোনায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ১৯ হাজার ১২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৫২ জেলায় কারো দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। আট জেলায় একজন করে শনাক্ত হয়েছেন। তিন জেলায় শনাক্ত হয়েছেন দুইজন করে।
বুধবার (৩০ মার্চ) সকাল ৮ টা থেকে তার আগের ২৪ ঘন্টায় ৮ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার শুন্য দশমিক ৮৯ শতাংশ।
মৃত দুইজনের মধ্যে একজন নারী, একজন পুরুষ। একজন ঢাকা বিভাগে আর একজন খুলনায় মারা গেছেন। এদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, আরেকজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে।
ঢাকায় ৫৮ জন, গাজীপুর, নরসিংদি, রাজবাড়ী, চট্টগ্রাম, কক্সবাজার, নাটোর, কুষ্টিয়া, ঝালকাঠি একজন করে শনাক্ত হয়েছেন। সিরাজগঞ্জ, মেহেরপুর ও সিলেটে দুইজন করে শনাক্ত হয়। বাকি ৫২ জেলায় কারো করোনা শনাক্ত হয়নি।
সারাদেশে ১৩ হাজার ১৯৫ শয্যার মধ্যে রোগী শয্যা খালি ছিল ১২ হাজার ৯৩৯ টি। রোগী ভর্তি ছিল ২৫৬ শয্যায়। এছাড়া ১ হাজার ২১০টি আইসিইউ শয্যার মধ্যে খালি ছিল ১ হাজার ১৪৮টি। রোগী ছিল ৬২ আইসিইউ শয্যায়। সাধারণ শয্যার তুলনায় আইসিইউ শয্যায় ভর্তি থাকা রোগীর হার বেশি ছিল।
মন্তব্য