করোনায় নতুন শনাক্ত ৩৬, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক
করোনায় নতুন শনাক্ত ৩৬, মৃত্যু নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। আক্রান্তের সংখ্যাও কমেছে। তবে সামান্য হলেও এখনো শনাক্ত হচ্ছেন কোভিড আক্রান্তরা।

মঙ্গলবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে ৩৬ জন। এর আগের ২৪ হাজার ৭ হাজার ৭৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৬১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ২৬ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল দশমিক ৭৮ ভাগ। আজ তা কমে হয়েছে দশমিক ৫২ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ৫৪৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৫৭ জন।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ ভাগ।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৩ জন। শনাক্তের হার দশমিক ৪৮ ভাগ। গতকাল এই হার ছিল দশমিক ৭৯ ভাগ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮৯৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৫৯ ভাগ।

মন্তব্য