দেশে ৩৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
দেশে ৩৬ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার নেমেছে শূন্য দশমিক ৬১ শতাংশে। তবে করোনায় দেশে কারো মৃত্যু হয়নি।

বুধবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল থেকে তার আগের ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের শনাক্ত হয়।

এদের মধ্যে ২২ জন রাজধানী ঢাকায়। বাকি ১৪ জন ঢাকার বাইরে আট জেলায়। গাজীপুরে দুই জন, গোপালগঞ্জে দুইজন, মংমনসিংহে চারজন, নেত্রকোনায় একজন, চট্টগ্রামে দুইজন, কক্সবাজারে একজন, মেহেরপুরে একজন, সিলেটে একজনের শনাক্ত হয়েছে।

দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৮ লাখ ৮৬ হাজার ৩৬ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৩ জনের।

মন্তব্য