-->
শিরোনাম

মার্চে ডায়রিয়ায় আক্রান্ত পৌনে ২ লাখ

নিজস্ব প্রতিবেদক
মার্চে ডায়রিয়ায় আক্রান্ত পৌনে ২ লাখ
প্রতীকী ছবি
 
মার্চ মাসে দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় পৌনে দুই লাখ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব এবং মুখে খাওয়ার কলেরা ভ্যাক্সিন ক্যাম্পেইন নিয়ে বুধবার (১৩ এপ্রিল) ভাচুয়াল প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, মার্চে সারাদেশে ১ লাখ ৭০ হাজার ২৩৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে শুধু রাজধানী ঢাকায় ৩৬ হাজার ৯১২ জন।
 
বিভাগ ভিত্তিক হিসেবে- ঢাকা বিভাগে ৬৬ হাজার ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ৪১৬ জন, খুলনা বিভাগে ৩৬ হাজার ২০৯ জন,  বরিাশালে ৫ হাজার ৪১৫ জন, সিলেটে ১১ হাজার ১৯৩ জন, রাজশাহীতে ১২ হাজার ৪৮৪ জন,  রংপুরে ১০ হাজার ৫৬৫ জন, ময়মনসিংহে ৯ হাজার ৯০৯ জন।
 
অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, গত ৮ থেকে ১৫ মার্চ পর্যন্ত হাসপাতালে সবচেয়ে রোগী এসেছে যাত্রাবাড়ি এলাকা থেকে; ১১৫০ জনের মত।
 
এরপর মীরপুর; ৫৫০, তারপর পর্যায়ক্রমে দক্ষিণখান; ৫০০, বাড্ডা; ৩০০, মোহাম্মদপুর; ২৫০, কদমতলি; ২৫০, মতিঝিল; ১৫০, ডেমরা; ১৫০, পল্লবী; ১৫০, শ্যামপুর; ১৫০, আদাবর; ১৫০, আশুলিয়া ১০০ জন।
 
এ ছাড়া রমনা , লালবাগ, ঢাকা ক্যানটনমেন্ট, গুলশান, সবুজবাগ, খিলগাও, কাফরুল,  এলাকা থেকে অন্তত ৫০ জন করে রোগী এসেছে।
 
গত ৮ থেকে ১৫ মার্চ ঢাকার বাইরে আশপাশ এলাকা থেকেও ঢাকার হাসপাতালে রোগী এসেছে। বিভিন্ন জায়গা থেকে এসেছেন অন্তত ৪০০ জন।
 
সবচেয়ে বেশি এসেছে টঙ্গী থেকে অন্তত ২৫০ জন। জয়দেবপুর ও নরসিংদি থেকে ১০০ জন করে। কেরানীগঞ্জ, সিদ্দিরগঞ্জ, নারায়নগঞ্জ, শিবপুর, শ্রীপুর, কাপাশিয়া, কালিয়াকৈর, মনোহরদি, মানিকগঞ্জ, লৌহাজং, গজারিয়া থেকে এসেছে অন্তত ৫০ জন করে।

মন্তব্য

Beta version