দেশে একদিনে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শুন্য দশমিক ৪৫ শতাংশ। দিন করোনায় কারো মৃত্যু হয়নি। সুস্থ হয়েছেন ৩২৭ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠোনো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সকাল ৮ টা থেকে তার আগের ২৪ ঘন্টায় ৪ হাজার ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এ পর্যন্ত দেশে ১৯ লাখ ৫২ হাজার ৯৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৯৩০ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহানে অজানা রোগ শনাক্তের খবর জানানো হয়। এরপর চিকিৎসা বিজ্ঞানীরা নাম দেন কোভিড-১৯।
বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা শনাক্তের খবর জানায় দেশের স্বাস্থ্য বিভাগ। প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।
মন্তব্য