-->
শিরোনাম

কৃমি নিয়ন্ত্রণের বাংলাদেশের ঈর্ষণীয় সফলতা: লিন লিউনার্দো

নিজস্ব প্রতিবেদক
কৃমি নিয়ন্ত্রণের বাংলাদেশের ঈর্ষণীয় সফলতা: লিন লিউনার্দো

বিশ্বের যত দেশে জনসন এন্ড জনসন কৃমি নাশক ওষুধ দিচ্ছে- তার ৪০ শতাংশই পাচ্ছে বাংলাদেশ। বাকি ৬০ শতাংশ পাচ্ছে অন্য দেশগুলো।

জনসন এন্ড জনসন প্রোগ্রাম লিডার লিন লিউনার্দো বলেন, কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচিতে পুরো বিশ্বে জনসন এন্ড জনসনের অনুদানের ৪০ শতাংশ পাচ্ছে বাংলাদেশ।

বোববার (১৯ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কৃমি রোগ প্রতিরোধের উপর আয়োজিত সম্মেলনে সেশন বিরতিতে সাংবাদিকদের দেওয়া স্বাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

কৃমি নিয়ন্ত্রণের বাংলাদেশের ঈর্ষণীয় সফলতা উল্লেখ করে তিনি বলেন, আমাদের অনুদানের সবচেয়ে বড় অংশটি বাংলাদেশ পাচ্ছে, যা মোট অনুদানের ৩ ভাগের ১ ভাগ। 

তিনি আরো বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিয়া সফলতা অর্জন করেছে, যা অন্য দেশগুলোর জন্য অনুসরণীয়, একটি বড় জনসংখ্যা আছে যেখানে এই সফলতা অর্জন করা সহজ ছিলনা।

উল্লেখ্য, জনসন এন্ড জনসন বাংলাদেশকে কৃমি রোগ নিয়ন্ত্রণ ছাড়াও এইচ আইভি ও টিবি রোগ নিয়ন্ত্রণে সহযোগিতা করে থাকে।

মন্তব্য

Beta version