-->
শেষ হলো ঢাকা সম্মেলন

২০৩০ এর মধ্যে মাটিবাহিত কৃমি রোগ নিয়ন্ত্রণের অঙ্গীকার

কৃমি নিয়ন্ত্রণে বাংলাদেশ রোল মডেল

নিজস্ব প্রতিবেদক
২০৩০ এর মধ্যে মাটিবাহিত কৃমি রোগ নিয়ন্ত্রণের অঙ্গীকার

২০৩০ সালের মধ্যে বাংলাদেশের মাটিবাহিত বা মৃত্তিকাবাহিত কৃমি নিয়ন্ত্রণের অঙ্গীকার নিয়ে শেষ হয়েছে দুই দিন ব্যাপি ঢাকা- সয়েল ট্রান্সমিটেড হেলমিনথিস (এসটিএইচ) সামিট ২০২২।

 

সোমবার (২০ জুন) সামিটের ঢাকা ঘোষণা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর। এর আগে রোববার সকাল ৯ টায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

তিনি বলেন, বাংলাদেশে এক সময় মাটিবাহিত কৃমির ভয়াবহ সংক্রমণ ছিলো। সুনির্দিষ্ট ব্যবস্থাপনায় ৬ থেকে ১২ বছরের শিশুদের প্রতি বছর দুইবার কৃমি নাশক খাওয়ানো মাধ্যমে সেই পরিস্থিতির উত্তোরণ ঘটেছে। কৃমি নিয়ন্ত্রণে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। সংক্রমণ বিষয়ে বিশ্বে এ ধরনের সম্মেলন এটাই প্রথম, যার মাধ্যমে কৃমি নিয়ন্ত্রণে সবাই একযোগে কাজ করতে অঙ্গীকার বদ্ধ হয়েছে।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

 

সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

 

বক্তব্য রাখেন- চিলড্রেন উইদাউট ওয়ার্মস(সিডাব্লিউডাব্লিউ), ইউএসএ এর ইপিডোমলজিস্ট ড. সঞ্জয় ঢাকাল, জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টও ডা. এম এম মুস্তাফিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার (ইএলএফ, এসটিএইচ, এলডি অ্যান্ড এসকেইপি, সিডিসি) ডা. এম এম আকতারুজ্জামান। কো-চেয়ার ছিলেন-স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম, চিলড্রেন উইদাউট ওয়ার্মস(সিডাব্লিউডাব্লিউ), ইউএসএ এর ডিরেক্টও পার্ল ইমেরসন।

দ্বিতীয় অধিবেশনে প্যানেল আলোচনায় মডারেটর ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

মন্তব্য

Beta version