আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে দৈনিক শনাক্তকৃত নতুন করোনা রোগীর সংখ্যা ও শনাক্তের হার।
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে একজনের। শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩৫ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৩০।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এপর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১৩৪ জন এবং মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন।
গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৫২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৫৩৬টি নমুনা।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তির বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি সিলেটে একটি বাসায় মারা গেছেন।
মন্তব্য