বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখনো সুস্থ নয় বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা বলেন-খালেদা জিয়া এখনো গুরুতর কয়েকটি রোগে আক্রান্ত। তাকে চিকিৎসা দিয়ে পুরোপুরি সুস্থ করার মত যন্ত্রপাতি এভারকেয়ার হাসপাতালে নেই।
খালেদা জিয়ার এখনো বিমানে চলার সক্ষমতা আছে জানিয়ে তারা বলেছেন-তাকে দ্রুত বিদেশে উন্নতমানের কোন হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা সম্ভব হতে পারে।
এদিকে আজ সন্ধ্যা নাগাদ খালেদা জিয়াকে তার বাসভবনে নেয়া হবে। সেখানে তার চিকিৎসা অব্যাহত রাখা হবে। সাবেক এই প্রধানমন্ত্রী এখনো কোনো ভাবেই ঝুঁকিমুক্ত নন বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।
এভারকেয়ার হাসপাতাল এর সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার এফ এম সিদ্দিকী ও বিএনপি'র ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদসহ মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য