দেশে একদিনে করোনা তিনজনের মৃত্যুর খবন নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিন শনাক্তের হার উঠেছে ১৫ শতাংশে।
শনিবার স্বাস্থ্য অফিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহুদিন পর মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে নতুন করে ভাবাচ্ছে করোনা ভাইরাস।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়- শনিবার সকাল ৮ টা থেকে তার আগের ২৪ ঘন্টায় ৮ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ।
এ দিন মৃত্যু হয়েছে তিনজনের । এর মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।
মৃতেদের একজনের বয়স ৩১ থেকে ৩০ বছরের মধ্যে, ৪১ থেকে ৫০ বছরের একজন এবং একজেনর বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে।
মৃতদের দুইজন ঢাকা বিভাগের, একজন বিভাগের।
দুই জন সরকারী হাসপাতালে এবং একজন বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়- ঢাকার বাইরে ১৭ জেলায় ছড়িয়েছে করোনা।
শুধু রাজধানীতে শনাক্ত হয়েছে ১ হাজার ১৯০ জন। এছাড়া ফরিদপুরে তিনজন, গাজীপুরে ১৩ জন, গোপালগঞ্জে ও মাদারীপুরে একজন, নারায়নগঞ্জে চারজন, টাঙ্গাইলে দুইজন। ময়মনসিংহে তিনজন, নেত্রকোনায় দুইজন, চট্টগ্রামে ২৬ জন, কক্সবাজারে ১৩ জন, চাঁদপুর তিনজন, কুমিল্লায় আটজন, বগুড়ায় একজন, যশোরে একজন, খুলনায় দুইজন ,কুষ্টিয়ায় একজন, বরিশালে পাঁচজন ও সিলেটে একজনের করোনা শনাক্ত হয়েছে।
দেশে এ পর্যন্ত ২৯ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ হাজার ১০৬ জন পুরুষ, নারী ১০ হাজার ৫৩৭ জন।
এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন-১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন-১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন।
মন্তব্য