ঢাকা: গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৬০ জন এবং মারা গেছেন দুইজন। শনাক্তের হার ৮ দশমিক ৮৬। আগের দিন করোনায় শনাক্ত হয়েছিল ৩৬৭ জন এবং শনাক্তের হার ছিল ৯ দশমিক ১৯। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এপর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৮৬ জন এবং মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩০ হাজার ৫৫০ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ৫ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৯ লাখ ২২ হাজার ৭০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এক দিনে করোনা থেকে সেরে উঠেছেন ৫৬৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭১ হাজার ২০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ শয্যা সংখ্যা ছিল ১২ হাজার ৮৬০টি এবং খালি ছিল ১২ হাজার ৬৭৪টি। অর্থাৎ সারা দেশে করোনা রোগী ভর্তি ছিলেন মোট ১৮৬ জন। আর গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৬টি কোভিড আইসিইউ শয্যার মধ্যে খালি ছিল এক হাজার ১৩০টি।
ভোরের আকাশ/আসা
মন্তব্য