-->

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৬৫ জন

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৬৫ জন

দেশে নতুন ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা একযোগে বেড়েছে। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৭৬৫ জন এবং মারা গেছেন আটজন। এটি চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

 

আগের দিন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছিলেন ৬৪৭ জন। চলতি বছরে ১৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৮৩ জন। জেলাভিত্তিক বিবেচনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কক্সবাজারে ২১ জন। গত ২৪ ঘন্টায় দেশের ২৬টি জেলায় নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৬৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৪৯৭ জন এবং ঢাকার বাইরে ২৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট ২ হাজার ৬৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১৫ জন এবং ঢাকার বাইরে ৭৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

 

এ বছর ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৩ হাজার ২৮২ জন। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা মোট ১৭ হাজার ২৬৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা মোট ৬ হাজার ২৩ জন।

 

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ২০ হাজার ৫০৪ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ১৫ হাজার ২৯৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ৫ হাজার ২০৫ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, গত ২৪ ঘন্টায় দেশের ২৬টি জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহি বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ৪০ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছরের জুনে ১ জন, জুলাইয়ে ৯ জন, আগস্টে ১১ জন, সেপ্টেম্বরে ৩৪ জন এবং অক্টোবর মাসে( ১৩ তারিখ পর্যন্ত) মারা গেছেন ২৮ জন। এভাবে চলতি বছরে ১৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের মধ্যে ঢাকা মহানগরে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৩৮ জন।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version