-->
শিরোনাম

ময়মনসিংহে দুই দিনে ২৫ নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে দুই দিনে ২৫ নবজাতকের মৃত্যু

ময়মনসিংহে দুই দিনে ২৫ নবজাতকের মৃত্যু হয়েছে।

 

এই ২৫ জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

 

শনিবার সন্ধ্যায় হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজি জানান, হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১১ নবজাতক এবং শনিবার সকাল ১০ টা পর্যন্ত আরো ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। তারা সবাই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। যাদের বয়স ১ থেকে ২৮ দিন।

 

ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজি বলেন, বর্তমানে ওয়ার্ডটিতে ৬২৩ জন নবজাতক ও শিশু ভর্তি আছে। তাদের বেশিরভাগই শীতজনিত সমস্যায় ভুগছে। তাদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধসহ সব ধরনের প্রস্তুতিও রয়েছে।

নবজাতক মৃত্যুর ঘটনা নিয়মিতই ঘটে থাকে জানিয়ে শিশু ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডা. বিশ্বজিৎ চৌধুরী বলেন, তবে শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের ওয়ার্ডে শীতজনিত শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এ সময়টাতে বাড়িতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি তাদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version