স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডাঃ মোঃ টিটো মিঞা।
এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ (গ্রেড-২) ও মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
আদেশে বলাে হয়েছে- বদলি/পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং ইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুড ইন হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ইউনিয়নের উত্তর বীর গ্রামের কৃতিসন্তান অধ্যাপক ডা. টিটো মিঞা। ঢাকা মেডিকেলের আগে তিনি মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
অধ্যাপক ডা. টিটু মিঞা পরিবারের ৯ ভাই বোনের মধ্যে বড় সন্তান। শৈশব কেটেছে নিজ গ্রাম বাদশাগঞ্জের উত্তর বীরে। তিনি বাদশাগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয় (বর্তমানে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়) থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।
তিনি বিসিপিএস এর নির্বাচিত কাউন্সিলর (২০১৯-২০২৩)। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির (২০১৫-২০১৮) সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও সহ সভাপতি ছিলেন এবং মেডিসিন সোসাইটির (২০১৫-২০১৭) সাবেক মহাসচিব (স্বাচিপ মনোনীত) ছিলেন। ফাইনাল পেশাগত পরীক্ষায় (১৯৯০) প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করেন তিনি।
তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর এই আজীবন সদস্য। চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে ময়মনসিংহ স্বাচিপ মনোনীত মির্জা-পাঠান পরিষদ হতে বিএমএ’র নির্বাচনে অংশগ্রহণ করে সর্বাধিক ভোটে নির্বাচিত হন।
ভোরের আকাশ/আসা
মন্তব্য