চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে তাণ্ডবের অভিযোগে ৪ হিজড়াকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে রাজধানীর মিরপুরের ৩ নং সেকশনের ৮ নং রোড থেকে তাদের গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বৃষ্টি আফরিন (২৫), মধু (৩২), ঈশানী (২৫) ও সুমি (২২)।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন জানান, ৩ নং সেকশনের, সি ব্লক, ৮ নং রোডের জনৈক উর্মিলার মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছে। এই তথ্য পেয়ে মঙ্গলবার দুপুরে হিজড়ারা গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হিজড়ারা সেখানে চিৎকার চেচামেচি শুরু করে। তখন তাদের ১৫০০ টাকা দেয়। এতে সন্তুষ্ট না হয়ে আরো বেশি চিৎকার চেচামেচি শুরু করে এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে। ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেন বিয়ে বাড়ির লোকজন। এতে হিজড়ারা ক্ষিপ্ত হয়ে দরজায় ধাক্কা ও লাথি মারতে শুরু করে।
এক পর্যায়ে সেই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে হিজড়ারা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং হিজড়াদের গ্রেফতার করে।
এসময় হিজড়াদের দেওয়া সেই দেড় হাজার টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/আসা
মন্তব্য