চলতি মৌসুমে শীতজনিত রোগে মৃত্যু ১০৫

নিজস্ব প্রতিবেদক
চলতি মৌসুমে শীতজনিত রোগে মৃত্যু ১০৫

কাগজে কলমে বিদায়ের পথে শীত। চলতি মৌসুমে শীতজনিত রোগে গত বছরের তুলনায় বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

 

২০২২ সালের ১৪ নভেম্বর থেকে চলতি বছর ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

 

বৃহস্পতিবার অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৮৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং আরো দুজনের মৃত্যু হয়েছে।

 

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৭৮ হাজার ৩৬২ জন। একই সময়ে এ রোগে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে।

 

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ২৩৩ জন। ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে আজ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৯০ হাজার ৭৪৫ জন।

 

একই সময়ে মৃত্যু হয়েছে তিন জনের।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য