-->
শিরোনাম

১ মার্চ চালু হচ্ছে না সরকারি হাসপাতালের প্রাইভেট চেম্বার

নিজস্ব প্রতিবেদক
১ মার্চ চালু হচ্ছে না সরকারি হাসপাতালের প্রাইভেট চেম্বার

পহেলা মার্চ থেকে সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার চালু হচ্ছে না। ১ মার্চ থেকে এই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

 

রোববার সচিবালয়ে ‘সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার’ চালুর নীতিমালার খসড়া চূড়ান্ত করতে চতুর্থ দফা বৈঠক হয়। বৈঠকে ছিলেন না স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ফলে এ সংক্রান্ত নানান আলোচনা হলেও কিছুই চূড়ান্ত হয়নি।

 

গত ২২ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যখাতের জরুরি বিষয় নিয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১ মার্চ থেকে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করতে চাচ্ছি। পাইলট প্রকল্প হিসেবে ৫০টি উপজেলা, ২০টি জেলা ও পাঁচটি মেডিকেল এর আওতাভুক্ত থাকবে। এতে রোগীরা বেশি চিকিৎসা পাবেন।

 

তবে এখনও নিতিমালা চূড়ান্ত ও অনুমোদন না হওয়ায় এবং পাইলট প্রকল্পের জন্য হাসপাতাল নির্ধারণ না হওয়ায় মার্চে এই কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা নেই। চার দফা বৈঠকের পরও এ সংক্রান্ত নীতিমালার খসড়া চূড়ান্ত করতে পারেনি মন্ত্রণালয়। আবার এ নিয়ে চিকিৎসকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

 

রোববার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি। অন্য দিনের বৈঠকের মতো আজও (রোববার) কিছু বিষয়ে আলোচনা হয়েছে। নতুন পদ্ধতির বিষয়ে কী করা হবে, কীভাবে বাস্তবায়ন হবে, সেগুলোর ব্যাপারে প্রাথমিক কিছু কথা হয়েছে। মার্চে চালু হবে কি না- এখনো তা স্পষ্ট করা যাচ্ছে না।

 

এর আগে সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার চালুর বিষয়ে গত ২২ জানুয়ারি একটি কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমানকে করা হয় কমিটির প্রধান। কমিটির সদস্য সংখ্যা ২৬ জন।

 

কমিটি এখন পর্যন্ত চারটি বৈঠক করেছে। এরই মধ্যে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস নামের একটি খসড়া নীতিমালাও তৈরি হয়েছে। সেটি চূড়ান্ত করতেই গতকাল রোববার দুপুরে মন্ত্রণালয়ে বৈঠক হয়।

 

ওই কমিটির সদস্য, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক শেখ দাউদ আদনান জাগো সাংবাদিকদের বলেন, মার্চে সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার চালু হওয়ার বিষয়টি এখনো নির্ধারিত হয়নি।

 

এ বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠক হচ্ছে। আজ চতুর্থ দফায় বৈঠক হয়েছে। তবে এখনো নীতিমালার খসড়া তৈরি হয়নি। এটি হলে অনুমোদনের জন্য যাবে। এরপর আমরা হাসপাতাল নির্ধারণ করবো। এখনো হাসপাতাল নির্ধারণই হয়নি।

 

ভোরের আকাশ/নি

মন্তব্য

Beta version