বিস্ফোরণে আহত রোগীদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ ৭ মার্চ রাত ৭ টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিস্তানের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
রাজধানীর গুলিস্তান বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছেন ।এসময় আহত হয়েছেন আরো অন্তত শতাধিক ।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনার পর রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পেরেছেন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিচ্ছেন। হাসপাতালে নেওয়া আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। নিহতদের স্বজন এবং আহতদের ও তাদের স্বজনদের আহাজারি ভারী হয়ে উঠেছে ঢামেক এবং গুলিস্থান।
জানা গেছে- নিহতদের মধ্যে দু্ইজন নারী রয়েছেন।
ভোরের আকাশ/আসা
মন্তব্য