মেডিকেল টেকনোলজিস্ট পদে ২০১৩ ও ২০২০ সালের স্থগিত থাকা নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন করার দাবি জানিয়েছে বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিপিএসএমটিএ)।
এসোসিয়েশনের এক প্রতিনিধি সভা থেকে এই দাবি জানানো হয়েছে। মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ঢাকার কালাচাঁদপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সোমবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মো. সিরাজুল ইসলাম, শিপন সরকার, সোহাগ মজুমদার, আওয়াফ সিদ্দিক, আবুল কালাম আজাদ, আসলাম হোসেন, সজীব সরকার, জাকারিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২০০৮ সালের পর মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ না হওয়ায় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে জটিলতা দেখা দিচ্ছে। অপরদিকে বেকার মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা দিন দিন বাড়ছে।
তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসক এবং নার্সদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও ব্যতিক্রম শুধু মেডিকেল টেকনোলজিস্টদের ক্ষেত্রে। ২০১৩ সালের স্থগিতকৃত মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কোনো প্রতিবন্ধকতা না থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিয়োগ সম্পন্ন করতে গড়িমসি করছে।
কার্যত নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অযোগ্যতা, অদক্ষতা, ব্যর্থতা এবং উদাসীনতাই এজন্য দায়ী।
সংগঠনের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই নিরব ভূমিকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান।
তারা আরোও বলেন, ২০২০ সালের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নবসৃষ্ট ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট পদের লিখিত এবং মৌখিক পরিক্ষা সম্পন্ন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নানা অনিয়মের কারনে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়।
সম্প্রতি উক্ত পদগুলোর নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে।
অন্যথায় কোনো অনিয়ম করা হলে তা প্রতিহত করা হবে।
ভোরের আকাশ/নি
মন্তব্য