-->

ভারত সফরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ভারত সফরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

ভারত সফরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

 

আজ মঙ্গলবার দুপুরে বিজি ৩৯৭ এর একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের দিল্লি গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।

 

বিশ্ব স্বাস্থ্যসেবাকে একীভুত স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসতে আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ভারতের দিল্লিস্ত প্রগতি ময়দানে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত "এক বিশ্ব এক স্বাস্থ্য" শিরোনামে তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য সম্মিলন অংশ নেবেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

 

আগামী ২৬-২৮ এপ্রিল তিনদিন ব্যাপী এই সম্মিলনের উদ্দেশ্য হচ্ছে, বিশ্বব্যাপী সমমান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারিত্ব বৃদ্ধি করা। সম্মিলনে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশ সমূহ সহ বিশ্বের ৭০ টি দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশ নেবেন। সম্মিলনে ভারতের বিখ্যাত হাসপাতাল সমূহ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংস্থা সমূহ এবং বিখ্যাত চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি সম্মেলন, আলোচনা সভা, আঞ্চলিক ফোরাম, বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version