হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার রাতে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিএনপি চেয়ারপারসনের কয়েকটি পরীক্ষা করা হয়। তারপর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

 

কি কি সমস্যার কারণে ভর্তি করা হয়েছে জানতে চাইলে শামসুদ্দিন দিদার জানান, ডা. এজেডএম জাহিদ হোসেন বিস্তারিত জানাবেন।

 

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গুলশানের বাসা বিএনপি চেয়ারপারসনেকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। তার গাড়ির সঙ্গে দলটির অনেক নেতাকর্মী ছিল। 

 

হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে খালেদা জিয়ার বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, ইশরাক হোসেন প্রমুখ।

 

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝেমধ্যে তাকে হাসপাতালে নিতে হয়। বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

 

দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে বিএনপি প্রধানকে সরকারের নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয়। এ পর্যন্ত ছয় দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ৭৭ বছর বয়সি বিএনপি চেয়ারপারসন শর্তসাপেক্ষ কারাগার থেকে ছাড়া পাওয়ার পর বেসরকারি এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য