ডেঙ্গু আক্রান্ত হয়েছে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন। এরমধ্যে ঢাকায় ৬১ জন এবং ঢাকার বাইরে ২৩ জন।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে ২৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকায় ২০৭ জন এবং ঢাকার বাইরে ৩৯ জন।
চলতি বছরে ১ হাজার ৯২৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে ১ হাজার ৬৬৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩ জনের।
ভোরের আকাশ/আসা
মন্তব্য