ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ২২ জনের মৃত্যু হয়েছে, তাদের ৯ জনই মারা গেছেন এ সময়ে। কয়েকদিন ধরে বেড়েই চলেছে ডেঙ্গুর বিস্তার। এ বছর এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার।
এ রোগীদের এক-তৃতীয়াংশই ভর্তি হয়েছেন জুনের প্রথম ১০ দিনে। ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ২২ জনের মৃত্যু হয়েছে, তাদের ৯ জনই মারা গেছেন এ সময়ে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৬ রোগী ভর্তি হয়েছেন। এর আগে গত বুধবার ১৪৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এ নিয়ে এ বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ২১ জনে। তাদের ৯৯৯ জনই জুন মাসের রোগী। গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ২২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে যে ১৫৬ জন ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকায় ১৪৮ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৪৯ রোগী।
এদের মধ্যে ঢাকায় ৪৭৩ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৬ জন। বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে এবার বেশি হওয়ায় এর ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্ক হওয়ার পরামর্শও এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।
মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬, ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩ এবং মে মাসে ১ হাজার ৩৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে জানুয়ারিতে ৬, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ২ এবং মে মাসে দুজনের মৃত্যু হয়েছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য