হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
 হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (১২ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয়।

 

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, গতকাল সারাদিন ম্যাডামের শারীরিক অবস্থা খুব খারাপ ছিলো। সেজন্য  চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এখন কি অবস্থা তা চিকিৎসকরাই নিশ্চিত করে বলতে পারবেন।

 

 জানা গেছে- রাতে হাসপাতালে নেওয়ার পর বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়েছে।

 

বেগম খালেদা জিয়ায় শারীরিক অবস্থা কেমন তা নিয়ে বেগম জিয়ার মেডিক্যাল টিম এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।

 

এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ৬ দিন চিকিৎসা নিয়ে ৪ মে বাসায় নেওয়া হয়।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য