রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশের যোগব্যায়াম প্রেমীদের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
বুধবার এই তথ্য জানিয়েছে হাইকমিশন। তারা বলছে,আয়োজনে বিশাল জনসমাগম ঘটে। সমাজের বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা ভারতে উদ্ভূত যোগের প্রাচীন এই বিজ্ঞান উদযাপন করতে একত্রিত হন।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাঁর বক্তব্যে বিশ্বের কাছে ভারতের উপহার হিসেবে যোগের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে যোগ আমাদের জনগণের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার প্রচার করে একীভূতকারী শক্তি হিসেবে কাজ করতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ২০২৩ সালে ভারতের জি-২০ প্রেসিডেন্সি টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারত্বকে উৎসাহিত করতে ভারতের প্রতিশ্রুতিকে জোরদার করে এবং যোগ হলো এই ইতিবাচক পরিবর্তনের একটি অনুঘটক।
এই বছরের যোগ দিবস উদযাপনের মূল সুর হলো 'বসুধৈব কুটুম্বকমের জন্য যোগ'।
হাইকমিশন বলেন, আয়োজনে যোগ অনুশীলনকারী ও বিশেষজ্ঞদের নেতৃত্বে যোগ অনুশীলন প্রদর্শন করা হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য এই প্রাচীন বিদ্যা ও এটির রূপান্তরমূলক প্রভাব সম্পর্কে তাঁদের উপলব্ধি বৃদ্ধি করে বিভিন্ন যোগ অনুশীলনে জড়িত হওয়ার সুযোগ ছিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। যোগব্যায়াম ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কার্যকলাপ ও কর্মসূচির মাধ্যমে বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়।
এটি বিগত ৯ বছর ধরে পালিত হয়ে আসছে, যার ফলে যোগ সারা বিশ্বে বিশেষ করে কভিড-১৯ মহামারি-পরবর্তী সময়ে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য আন্দোলন হিসেবে আবির্ভূত হয়েছে।
ভোরের আকাশ/আসা
মন্তব্য